.....দুজন জান্নাতবাসী,
যাদেরকে দেখে আল্লাহ তায়ালা হাসেন.....
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত।
তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন,
.....
‘‘আল্লাহ সুবহানাহু অতা‘আলা ঐ
দু’টি লোককে দেখে হাসেন,
যাদের মধ্যে একজন
অপরজনকে হত্যা করে এবং দু’জনই
জান্নাতে প্রবেশ করবে।
নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ
করা অবস্থায় (কোন কাফের কর্তৃক) হত্যা
করে দেওয়া হল। পরে আল্লাহ
তা‘আলা হত্যাকারী কাফেরকে তওবা করার
তাওফীক
প্রদান করেন।
ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায়
শহীদ হয়ে যায়।’’
.........
অর্থাৎ- যুদ্ধ ক্ষেত্রে কোন কাফের কর্তৃক কোন
মুসলমানকে শহীদ করে দেওয়া হলো,
সুতরাং সে জান্নাতে প্রবেশ করল।
পরবর্তীতে ঐ কাফের ব্যক্তিকে আল্লাহ
তায়ালা তাওবার
সুযোগ দিলেন, ফলে সে মুসলমান হয়ে আল্লাহর
রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে
জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ।
[সহীহুল বুখারী, মুসলিম, নাসায়ী, ইবনু
মাজাহ, আহমাদ**
collected...
0 comments:
Post a Comment