একজন ব্যাচেলরের হিসাবে বাসর ঘর মানে রুমে একটা বৌ থাকলেই হয়! আর কিছু
লাগে না। তাও ঐতিহাসিক নিয়মে ফুলের একটি নরম বিছানা, পরিপাটি ঘর সব
মিলিয়ে একটা নিখাদ বাসর ঘর। তবে ব্যাচেলল হলেও মানুষ। ইশ! বাসর ঘরে যদি এক
প্যাকেট (অন্যকিছুতো থাকবেই) সিগারেট থাকতো! একটা স্ট্রে অথবা নিদেন
পক্ষে একটা ল্যাপটপ। ক্লান্তির মধ্যবর্তী সময় হাসির কোন ছবি অথবা নাটক
অথবা ওই যে অন্যকিছু!
স্বপ্নতো আরও অনেক থাকে! ইদানীংকার ব্যাচেলররা বাসর ঘরের স্বপ্ন একটু বেশী দেখে বইকি। সেটা প্রমান পাওয়া যায় তাদের দৈনিক স্বপ্ন দেখার ইতিহাস দেখলে। অবশ্য স্বপ্নে কেউ বাসর দেখে না কেবল বাসর রাতের কর্মপদ্ধতি দেখে ! তবুও বাসর রাত বলে কথা। মানুষ পুরো জীবনের সেরা রাত।
স্বপ্নতো আরও অনেক থাকে! ইদানীংকার ব্যাচেলররা বাসর ঘরের স্বপ্ন একটু বেশী দেখে বইকি। সেটা প্রমান পাওয়া যায় তাদের দৈনিক স্বপ্ন দেখার ইতিহাস দেখলে। অবশ্য স্বপ্নে কেউ বাসর দেখে না কেবল বাসর রাতের কর্মপদ্ধতি দেখে ! তবুও বাসর রাত বলে কথা। মানুষ পুরো জীবনের সেরা রাত।
0 comments:
Post a Comment