
‘এ’ গ্রুপে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী ক্রোয়েশিয়া,
মেক্সিকো ও ক্যামেরুন। স্বাগতিক হলেও যথেষ্ট কঠিন গ্রুপে পড়তে হয়েছে
ব্রাজিলকে।
বিশেষ করে মেক্সিকানদের বিপক্ষে গত এক-দেড় দশকের
হতাশাজনক পারফরম্যান্স ব্রাজিলিয়ানদের দুশ্চিন্তায় ফেলবেই। ক্রোয়েশিয়ার
লড়াকু ফুটবল আর আফ্রিকার অন্যতম পরাশক্তি ক্যামেরুনও নেইমারদের জন্য ‘গলার
কাঁটা’ হয়ে দাঁড়াতে পারে।
গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে
হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। কাকতালীয়ভাবে আগামী
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্প্যানিশ ও ডাচরা। ‘বি’
গ্রুপের অন্য দুই দল চিলি ও অস্ট্রেলিয়া।
‘সি’ গ্রুপে খেলবে কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট ও জাপান।
‘ডি’
গ্রুপের চার দলের তিনটিই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এর মধ্যে ইতালি বিশ্বকাপ
জিতেছে চারবার, উরুগুয়ে দুবার আর ইংল্যান্ড একবার। গ্রুপের অন্য দল
কোস্টারিকা।
আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাস।
‘এফ’
গ্রুপে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে নাইজেরিয়া, ইরান ও
বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে। ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে মুখোমুখি
হয়েছিল দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও নাইজেরিয়া।
‘জি’ গ্রুপে
দুটো বড় চমক। জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমান এখন
যুক্তরাষ্ট্রের কোচ। আগামী বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্লিন্সমানের দল মুখোমুখি
হবে জার্মানির।
গ্রুপের অন্য দুই দল ঘানা ও ক্রিস্টিয়ানো রোনালদোর
পর্তুগাল। জার্মানি ও ঘানা একই গ্রুপে পড়ায় মুখোমুখি হতে হবে দুই ভাই জেরম ও
কেভিন প্রিন্স-বোয়াটেংকে। এটাই দ্বিতীয় চমক।
শেষ গ্রুপ ‘এইচ’-এ কোনো বিশেষত্ব নেই। এই গ্রুপ গড়া হয়েছে বেলজিয়াম, রাশিয়া, আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে।
আরো খেলার খবর জানতে
Facebook
0 comments:
Post a Comment