গুগলের জনপ্রিয় ব্লগিং প্লাটফরম ব্লগার নিয়ে এলো ব্লগে পেজযুক্ত করার সুবিধা । পেজ সুবিধাযুক্ত করা ছিল ব্লগরদের দীর্ঘ দিনের দাবি । আরেক ব্লগিং জায়েন্ট ওয়ার্ডপ্রেসে এই সুবিধা থাকলেও Blogger.com এর ব্লগারদের ছিল না এই সুবিধা । এই সুবিধা দ্বারা আপনার ব্লগে About Me, Contact Me or Advertise এর মত পাতাযুক্ত করতে পারবেন ।
এখন শুধু Blogger.com এর ড্রাফট ভার্সনে বিদ্যমান আছে এটি । অর্থাৎ আপনার ব্লগে পেজ যুক্ত করতে হলে Blogger.com এর ড্রাফট ভার্সনে যেয়ে করতে হবে ।
কিভাবে করবেন?
১. প্রথমে ব্লগারের ড্রাফট ভার্সনে লগইন করে নিন এখান থেকে ।
২. তারপর Blogger Dashboard থেকে যে ব্লগে পেজ যোগ করতে চান তার "Edit Post" বাটনে ক্লিক করুন ।

৩. এবার পোষ্টিং পেনেলের মেনু থেকে "Edit Pages" এ ক্লিক করুন । নতুন পৃষ্টা আসলে তাতে "New Page" এ ক্লিক করুন ।


৪. এবার পেজ এডিটর আসবে । এতে পেজ টাইটেল ও কনটেন্ট লিখুন । লেখা শেষে "Publish Post" চাপুন ।

৫. এবার পেজ মেনু সাইটের কোন অংশে দেখতে চান তার জন্য লেআউট দেখানো হবে । পছন্দেরটি বেছে নিন ও "Save and Publish" চাপুন ।

কাজ শেষ । আপনার পেজটির ঠিকানা হবে অনেকটা এর মতন http://"yourblogname".blogspot.com/p/"pagetitle".html ।
0 comments:
Post a Comment