Friday, 27 December 2013

আমি তোমাকে ভালবাসি

মেয়েঃ জান , আমি তোমার সাথে একটু পর দেখা করব । i miss you

ছেলেঃ আচ্ছা । আমি একটু drinks টা শেষ করে নি । তারপর দেখা করতে আসো

মেয়েঃ তুমি আবারো ড্রিঙ্কস করতেছ ?

ছেলেঃ কিছু হবে না । আমি তোমার জন্যে অপেক্ষা করতেছি ।

মেয়েঃ আচ্ছা ।

এক ঘণ্টা চলে গেল , ছেলেটির অনেক বন্ধু আসলো এবং তারা enjoy করতে লাগলো । কিন্তু তারা সময়ের কথা ভুলে গেল সবাই ।

ছেলেটি তার ফোন এর দিকে তাকাল এবং দেখল ৪ টা এসএমএস এবং ১০ টা মিসড কল ।
সে তার ফোন তি অফ করে দিল এবং ব্যাটারি খুলে ড্রেন এ ফেলে দিল ।

তারপর ছেলেটি বাসায় আসলো এবং তার ভাইয়া তাকে দরজার সামনে বসেই তাকে জিজ্ঞাস করতে লাগলো " কেউ কি তোমায় একটু আগে কল করেছিল , তোমার গার্লফ্রেন্ড এর ব্যাগ কারা যেন ছিনতাই করতে চেয়েছিল , এবং তারা না ছিনতাই করতে পেরে তাকে গুলি করে মেরে ফেলেছে "

ছেলেটি তার ভাইকে বলল , " তুমি এই রাতের বেলা ঠাট্টা মশকরা করোনা ভাইয়া "

একটু পর তার ভাই মেয়েটির মোবাইল ওপেন করে তাকে তার পাঠানো এসএমএস গুল দেখায় ......

রাত ১১.০০
জান , তুমি কোথায় ?

রাত ১১.৩৫
জান , তোমার ফোন অফ পাচ্ছি কেন ?

রাত ১১.৪৫
জান , কিছু লোক আমাকে ফলো করতেছে , প্লিস তোমার মোবাইল টা ওপেন কর

রাত ১২.০০
happy Anniversary জান , আমি তোমাকে ভালবাসি । আমি তোমাকে তোমার কাছে যেয়ে সারপ্রাইসড দিতে চেয়েছিলাম , কিন্তু আমি মনে হয় তোমাকে দেখতে পারবনা । good night জান , আজকের পর থেকে তুমি আর ড্রিঙ্কস করবেনা ।

0 comments: