একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল।
সাগরের ঢেউ এসে বার বার তারপায়ের ছাপ
মুছে দিয়ে যাচ্ছিলো ।
সেটা দেখে কাঁকড়া বলল:"তুমি আমার বন্ধু হয়ে ও
কেনো বার বার আমার এত সুন্দর পায়ের
ছাপগুলো মুছেদিচ্ছো?
ঢেউ উত্তর দিল:"এক জেলে তোমাকে ধরার জন্য
তোমার পায়েরছাপ অনুসরন করছে । তাই
আমি তা মুছে দিচ্ছে । যাতে তুমি ভাল
থাকো,সুরক্ষিত থাকো
"সত্যিকার বন্ধু উপকার করে কিন্তু ,
বিনিময়ে চায়না কোন প্রতিদান |
***
2.
হয়তো আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তবে তোমাকে সত্যিকার ভালোবাসা টুকু দিতে পেরেছি।যা তুমি চাউনি, তবে একদিন ঠিকই খুঁজবে সত্যিকার ভালোবাসা, আর সেইদিন তুমি পাবেনা, পাবেনা ফিরে আমায়, কারন হয়তো থাকবোনা আমি এই আজব ঠিকানায়....*** create by..CEO
0 comments:
Post a Comment