Monday, 17 February 2014

যারা লাইকস প্লানেটে সাইন আপ করতে পারছেন না তারা একটু এদিকে আসেন(Part-4)

অনেক অভিযোগ পাচ্ছি যে লাইকস প্লানেটে সাইন আপ করতে গেলে প্রবলেম হচ্ছে।
সাইন আপের লিংক এখানে
১ম  সমস্যা হল সাইন আপ করতে গেলে বলে Multiple accounts are not allowed. এইটার প্রধান কারন হচ্ছে আমাদের দেশে অনেকে ফ্রি নেট ইউজ করে। ফলে একই আইপি দেশের অনেক লোকের পি,সি তে সো করে। এর ফলে এই সমস্যাটি হয়ে থাকে।
২য় সমস্যা হল সাইন আপ করতে গেলে বলে Your account is not valid. এই সমস্যার কারন হতে পারে আপনি দুই বক্সে একই ইমেইল দিতে পারেন নাই। এর সমাধান হল আপনি আপনার জিমেইল এক ট্যাবে ওপেন রেখে সেই জিমেইল প্রোভাইড করুন সাইন আপ বক্সে। তাহলে হয়ে যাবে।
১ম সমস্যার সমাধান হিসাবে আপনি যা করতে পারেন তা নিচে দেওয়া হল-
আপনি আপনার পি,সি রিস্টার্ট করে আবার নেট কানেক্ট দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তাও যদি কাজ না হয় তাহলে আপনি আপনার নেটওয়ার্ক প্রোভাইডার চেঞ্জ করে দেখতে পারেন। ধরেন, আপনি গ্রামিন ফোন ইউজ করেন। তাহলে আপনি এয়ারটেল অথবা বাংলালিঙ্ক যে কোন একটা মোবাইল কম্পানির নেটওয়ার্ক কিছুক্ষনের জন্য ব্যবহার করে সাইন আপ করে নিতে পারেন।
একবার সাইন আপ হয়ে গেলে পরে যে নেটওয়ার্কই ইউজ করেন না কেন আর কোন সমস্যা নাই।
তাও যদি প্রবলেম একই থাকে শেষ চিকিৎসা হল প্রক্সি সফ্টওয়ার ইউজ করা।
একটি ভাল মানের প্রক্সি সফ্টওয়ার আপনি গুগলে সার্চ করে নিতে পারেন।
আমি একটি ফ্রি প্রক্সি সফ্টওয়ার দিচ্ছি। এখানে থেকে ডাউনলোড করুন।
সফ্টওয়ার ডাউনলোড করার পর আপনি ইন্সটল করে আমেরিকা অথবা অন্য যে কোন দেশ সিলেক্ট করে নিয়ে সাইন আপ করুন। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।
তাও যদি কাজ না হয় তাহলে প্রিমিয়াম কিছু আইপি সফটওয়ার আমি আপনাদের ফ্রি দিতে পারি যেগুলো খুবই ভালো। এগুলো দিয়ে আপনারা নানান সাইটে কাজ করতে পারবেন। ক্রেইগলিস্টে যারা করেন তারাও করতে পারবেন। তাছাড়া আমেরিকান যেসব সাইটে প্রবেশ করা যায় না সেগুলোতেও ভিজিট করতে পারবেন।
সফ্টওয়ার গুলি ডাউনলোড করতে হলে আপনাকে ছোট একটি সারভে কমপ্লিট করতে হবে।  ডাউনলোড করুন এখানে
এরপরও আর কোন সমস্যা হলে আমাকে পাবেন ফেসবুকে।
ফেসবুকের লিঙ্ক মোবাইল নাম্বার সাইটের একদম নিচে দেওয়া আছে।

0 comments: