Monday, 17 February 2014

লাইকস প্লানেট থেকে পেমেন্ট সরাসরি পেজাতে উইথড্র করুন। (Part-7)

ফেসবুক লাইক করে আর্ন করার যত গুলো সাইট আছে তার মধ্যে লাইকস প্লানেটই সবচেয়ে ভাল। ১০০% পেমেন্ট নিশ্চয়তা থাকায় কাজ করে মজা। তবে লাইকস প্লানেটে কাজ করে টাকা উইথড্র করা ছিল খুব জটিল। আপনি যদি নূন্যতম ০.১০ ডলার আর্ন করতে পারেন তাহলে সেটা প্রথমে ওকেপেতে ট্রার্নস ফার করতে হতো। তারপর ইগোপে তারপর পেজাতে। কিন্তু নতুন সিস্টেম চালু হয়েছে পেজা মেথড লাইকস প্লানেট এ এড করে। আপনি যদি ১ ডলার ইনকাম করেন তাহলে সেটা পেজাতে সেন্ড করে মাত্র ১২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।
জীবনে অনেক ভাওতাবাজি সাইট এ কাজ করে যারা মনে করেন যে ইন্টারনেট থেকে টাকা কামানো যায় না তারা লাইকস প্লানেট এ একবার কাজ করে দেখেন অনেক সহজ।
লাইকস প্লানেট এ কী করে কাজ করবেন- আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তারপর আপনার ফেসবুক ইউজার নেম সেট করতে হবে। তারপর আর্নস পয়েন্টস এ গিয়ে ফেসবুক লাইক এ গিয়ে ধুমসে লাইক করতে থাকেন। একটা কথা বলে রাখি ১ ডলার= ৫০০০ পয়েন্টস। সুতরাং ৫০০০ পয়েন্টস আপনি আর্ন করতে গেলে শহীদ হয়ে যাবেন। কিন্তু কিছু সহজ উপায়ে মাত্র একদিনেই এই ৫০০০ পয়েন্টস ইনকাম করতে পারবেন। আমি পেজাতে যে পেমেন্ট পেয়েছি তা দেখুন নিচের ছবিতে


লাইকস প্লানেটে কীভাবে সাইন আপ করবেন, কী ভাবে ইউজার নেম সেট করবেন, কীভাবে রেফারেল বাড়াতে পারবেন, কীভাবে দ্রুত ও কম সময়ে অধিক আর্ন করতে পারবেন তা আমি আমার ব্লগে ছবি সহ পূর্নাঙ্গ টিউটোরিয়াল দিয়েছি, একটু নিচের পোস্ট গুলো ধৈর্য সহকারে পড়েন পেয়ে যাবেন।

0 comments: