Monday 2 June 2014

অ্যাডসেন্স টিকিয়ে রাখতে যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না…

কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো! অনেকদিন পর লিখতে বসলাম। আসলে অনেক ভালোবাসার পরও টেকটিউনসের প্রতি আমার কিছু রাগও আছে। কারণ আমি একটা বিষয় খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, অনেকসময় ইউনিক লেখাও টিটি কর্তৃপক্ষ পেন্ডিং করে রাখে। আবার কপি করে দিলেও তা পেন্ডিং করে না। আমি নিজেই এর প্রমাণ। যা-ই হোক কথা বাড়িয়ে লাভ নেই। যারা অ্যাডসেন্সে নতুন তাদের জন্য আজকের এই টিউন। যারা আগেই এসব জানেন তাদের জন্য এই টিউন নয়।
আমরা অনেকসময় জানা সত্ত্বেও সাবধানতার অভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারি না। আসুন দেখি, এ বিষয়ে গুগল কী বলে? যে কাজগুলো কোনো পাবলিসার কোনোভাবেই করতে পারবেন না সে বিষয়ে গুগলের একটি তালিকা রয়েছে।আপনাদের সুবিধার্থে আমি তা হুবহু তুলে দিচ্ছি। আপনি এসব সাইটে বা এ ধরনের কনটেন্ট রয়েছে এমন সাইটে অ্যাড বসাতে পারবেন না।
  • Pornography, adult or mature content
  • Violent content
  • Content related to racial intolerance or advocacy against any individual, group or organisation
  • Excessive profanity
  • Hacking/cracking content
  • Gambling or casino-related content
  • Illicit drugs and drug paraphernalia content
  • Sales of beer or hard alcohol
  • Sales of tobacco or tobacco-related products
  • Sales of prescription drugs
  • Sales of weapons or ammunition (e.g. firearms, firearm components, fighting knives, stun guns)
  • Sales of products that are replicas or imitations of designer or other goods
  • Sales or distribution of coursework or student essays
  • Content regarding programs which compensate users for clicking ads or offers, performing searches, surfing websites or reading emails
  • Any other content that is illegal, promotes illegal activity or infringes on the legal rights of others.
এছাড়া যেসব সাইটের ভাষা গুগলের কাছে সমর্থনযোগ্য নয় সেসব সাইটেও অ্যাড বসাতে পারবেন না। যেমন: বাংলা। গুগল অ্যাডসেন্সের তালিকায় বাংলা ভাষা বাংলা ভাষা নেই। অবশ্য কিছু কিছু বাংলা সাইটে আমি অ্যাডসেন্স দেখছি। এটা কীভাবে সম্ভব (উপায়টি কেউ জানলে এখানে দয়া করে শেয়ার করুন। অনেকেই উপকৃত হবে) তা আমি জানি না। অবশ্য শুনেছি আইফ্রেমের মাধ্যমে এটা করা হয়। কিন্তু পুরো পদ্ধতিটি আমি জানি না।
তাহলে চলুন দেখি কোন্ কোন্ ভাষা গুগল অ্যাডসেন্স সাপোর্ট করে---
ArabicGermanPortuguese
BulgarianGreekRomanian
Chinese (simplified)HebrewRussian
Chinese (traditional)HungarianSerbian
CroatianIndonesianSlovak
CzechItalianSlovenian *
DanishJapaneseSpanish
DutchKoreanSwedish
EnglishLatvianThai
Estonian *LithuanianTurkish
FinnishPolishUkrainian
FrenchNorwegian
এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়-আশয় রয়েছে, যেগুলো আপনাকে মানতেই হবে।
আপনি এই লিঙ্কে গেলে https://developers.google.com/custom-search-ads/mcsa-terms দেখে নিতে পারবেন কোন্ কাজটি আপনি করতে পারবেন না। এর মধ্যে একই পেজে ৩টির বেশি অ্যাড বসাতে পারবেন না। তবে লিঙ্ক ইউনিট বসাতে পারবেন।
যাই হোক আজ এ পর্যন্তই। আপনারা যারা এ বিষয়ে আরও জানেন তারা যদি শেয়ার করতেন তাহলে উপকৃত হতাম।
মন চাইলে এই সাইটটি ভিজিট করতে পারেন।

0 comments: