Friday, 27 December 2013

মায়ের ভালবাসা সত্যিই তুলনাহীন



মায়ের ভালবাসা সত্যিই তুলনাহীন.
মা মরতে প্রস্তুত সন্তানকে মরতে দিবে না। মা অনেক মনে পড়ছে তোমাকে। কত দিন দেখি না তোমাকে। জানি হয়ত এই ছবি দেখে আমার এই লিখা দেখে তুমি কেঁদে দিবে । মা আমি ও চোখের পানি আমিও ধরে রাখতে পারি নাই। সেই কথাটা ই মনে পড়ে গেল আমি পুকুরে পড়ে গিয়েছিলাম আমাকে বাঁচানোর জন্য পুকুরের পাড় থেকে ঝাপ দিয়েছিলে সেই পুকুর ঘাটের পড়ে যাওয়ার ব্যাথা এখন ও তোমার আছে কিন্তু তুমি কখন ও আমার কাছে প্রাকাশ কর না হয়ত আমি কষ্ট পাব বলে। মা তুমি আমার মা ।


collected...
www.facebook.com/icbnet

0 comments: