Friday, 27 December 2013

যদি অনেক রাতে মনে পড়ে আমাক


যদি অনেক রাতে মনে পড়ে আমাকে,
তবে এসে দাড়িও একা খোলা আকাশের নিচে।
আমি সঙ্গিহীন তারা হয়ে রবো আকাশের পাতায়,
ঝিঁকিমিকি আলো ছড়াবো পড়বে তোমার গায়।
অবাক হয়ে তাকিয়ে থাকবে তুমি আকাশের বুকে,
চুপি সাড়ে বলব আমি আজও আছি একা তোমার অপেক্ষাতে।***







যে মানুষ হাজার কষ্টের
মাঝেও তার প্রিয়
মানুষ টিকে মনে রাখে..
সে সত্যিকার অর্থে
ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে সে তাকেকখনো ভুলতে পারে না...!! 

0 comments: