Friday, 27 December 2013

একদিন তুমি কাঁদবে

একদিন তুমি কাঁদবে আমার জন্য......
যেমন করে আমি কাঁদি তোমার জন্য ।
একদিন তুমি আমাকে অনেক অনেক
মিস করবে যেমনটি আমি এখন করি।
একদিন তোমার আমাকে অনেক দরকার
হবে। যেমনটি তোমাকে আমার দরকার হয়....
একদিন তুমি আমায় অনেক অনেক
ভালবাসবে কিন্তু সেদিন
হয়তো আমি তোমায় ভালবাসব না ,
সেদিন মনে করো আমি এই
পৃথিবীতে আর নেই.
***



অবাক সত্য...

"যখন কোনো রিলেশন নতুন থাকে মানুষ
দেখা করার জন্য
অজুহাত বের করে...

কিন্তু যখন এটা পুরাতন হয়ে যায় তখন
সে এটাকে এড়িয়ে চলার জন্য অজুহাত
খুজতে থাকে...!"

হায়রে! আজিব দুনিয়া !!

একমত??***

0 comments: