এই
জীবনে তোমায় যত কষ্ট দিয়েছি তা তোমার প্রাপ্য ছিল না। তাও তুমি সব সয়ে গেছ।
ভাল করেছ আমায় ছেড়ে যেয়ে, নইলে হয়তো আজ আমার মধ্যে এই মূল্যবোধটা আসতো না।
আমি কখনোই তোমায় ঘৃনা করিনি। করবো ও না। তবে হ্যা, আমি নিজেকে নিজে অনেক
ঘৃনা করি, করবো যতদিন বাঁচবো নিজেকে ঘৃনা করবো।
একটা সময় ছিল যখন তুমি রাত জেগে থাকতে আমার সাথে কথা বলার জন্য আর আমি মোবাইল বন্ধ করে ঘুমাতাম। তোমাকে অকারনেই সন্দেহ করতাম। তোমাকে শুধুই কাঁদাতাম। তোমার অনুভুতিগুলো নিয়ে ঠাট্টা মশকারা করতাম। তুমি কাঁদতে আর আমি হাসতাম। তোমাকে জ্বালাতাম। খামোখাই পাগলামি করতাম। অজথাই হাত কাটতাম, মদ খেতাম, ফেসবুকে ওন্য মেয়েদের সময় দিতাম। অজথাই মোবাইল ঘন্টার পর ঘন্টা ব্যেস্ত রাখতাম। তোমায় কাঁদাতাম। কিন্তু তুমি চলে যাবার পর বুঝতে পারলাম কত্ত বড় অপরাধ আমি করেছি। এখানে তোমার কোন দোস ছিল না। সব দোশ আমার এবং তা আমি অকপটে শিকার করে নিচ্ছি। তুমি চলে যাবার সময় আমাকে কোন কারন দিয়ে যেতে পার নি কারন টা ও আমি জানি। কারন, তুমি খুব চুপচাপ একটা মানুষ। তোমার মনের কথা আর কাউকে বলতে না। শুধু আমাকে বলতে আর আমি মজা করে তোমায় কষ্ট দিতাম।
আজ আমি অনেকের সমস্যার সমাধান করে দেই কিন্তু তোমার কোন সমস্যার সমাধান দেইনি। আজ আমি নির্ঘূম রাত্রি কাটাই, মোবাইল ২৪ঘন্টা চালু রাখি। কিন্তু আমার কাছে কোন কল/এসএমএস আসে না। আজ আমি তোমার কষ্টগুলো অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না। আজ আমি নিজ বাসা তো দুরের কথা, নিজের ঘর থেকেও বের হই না। কোথাও যাই না। ভয় হয়, যদি তোমায় অন্য কারো সাথে দেখি তখন হয়তো নিজেকে সামলে নিতে পারবো না, হয়তো ওখানেই আমার মৃত্যু হবে। আমার কেন জানি মনে হয়, একদিন না একদিন তোমায় আমি ঠিকই ফিরে পাবো। আর এটাও জানি, আমার এই ধারনা সম্পূর্ন ভুল। এতদিন আমি কাউকে এ কথাগুলো বলি নি। আজ সবাইকে বলে দিলাম। আর সবার সামনে তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি, পারলে আমাকে মাফ করে দিও। জানি তোমায় ফিরে পাবো না তাই বলছি, ঠোকরা তুমি যেখানেই থাক না কেন, সুখে থেক।
ইতি,
তোমার বুইড়া ঠোকরা
একটা সময় ছিল যখন তুমি রাত জেগে থাকতে আমার সাথে কথা বলার জন্য আর আমি মোবাইল বন্ধ করে ঘুমাতাম। তোমাকে অকারনেই সন্দেহ করতাম। তোমাকে শুধুই কাঁদাতাম। তোমার অনুভুতিগুলো নিয়ে ঠাট্টা মশকারা করতাম। তুমি কাঁদতে আর আমি হাসতাম। তোমাকে জ্বালাতাম। খামোখাই পাগলামি করতাম। অজথাই হাত কাটতাম, মদ খেতাম, ফেসবুকে ওন্য মেয়েদের সময় দিতাম। অজথাই মোবাইল ঘন্টার পর ঘন্টা ব্যেস্ত রাখতাম। তোমায় কাঁদাতাম। কিন্তু তুমি চলে যাবার পর বুঝতে পারলাম কত্ত বড় অপরাধ আমি করেছি। এখানে তোমার কোন দোস ছিল না। সব দোশ আমার এবং তা আমি অকপটে শিকার করে নিচ্ছি। তুমি চলে যাবার সময় আমাকে কোন কারন দিয়ে যেতে পার নি কারন টা ও আমি জানি। কারন, তুমি খুব চুপচাপ একটা মানুষ। তোমার মনের কথা আর কাউকে বলতে না। শুধু আমাকে বলতে আর আমি মজা করে তোমায় কষ্ট দিতাম।
আজ আমি অনেকের সমস্যার সমাধান করে দেই কিন্তু তোমার কোন সমস্যার সমাধান দেইনি। আজ আমি নির্ঘূম রাত্রি কাটাই, মোবাইল ২৪ঘন্টা চালু রাখি। কিন্তু আমার কাছে কোন কল/এসএমএস আসে না। আজ আমি তোমার কষ্টগুলো অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না। আজ আমি নিজ বাসা তো দুরের কথা, নিজের ঘর থেকেও বের হই না। কোথাও যাই না। ভয় হয়, যদি তোমায় অন্য কারো সাথে দেখি তখন হয়তো নিজেকে সামলে নিতে পারবো না, হয়তো ওখানেই আমার মৃত্যু হবে। আমার কেন জানি মনে হয়, একদিন না একদিন তোমায় আমি ঠিকই ফিরে পাবো। আর এটাও জানি, আমার এই ধারনা সম্পূর্ন ভুল। এতদিন আমি কাউকে এ কথাগুলো বলি নি। আজ সবাইকে বলে দিলাম। আর সবার সামনে তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি, পারলে আমাকে মাফ করে দিও। জানি তোমায় ফিরে পাবো না তাই বলছি, ঠোকরা তুমি যেখানেই থাক না কেন, সুখে থেক।
ইতি,
তোমার বুইড়া ঠোকরা
collected....
www.facebook.com/icbnet
0 comments:
Post a Comment