Friday, 27 December 2013

আপনি এমন কাউকে ভালবাসেন

০১) আপনি এমন কাউকে ভালবাসেন
যে আপনাকে শুধু ই ঘৃণা করে।
০২) আপনি এমন কাউকে মিস করেন
যে আপনাকে মিস করার সময় খুঁজে পায়
না।
০৩) আপনি এমন কাউকে ভাবেন যার
কল্পনাতেও আপনার কোন অস্তিত্ব
নেই।
০৪) আপনি এমন কারো জন্য কাঁদেন যার
কিনা আপনার এক ফোঁটা চোখের জল
মুছে দেয়ার সময় পর্যন্ত নাই।
তবে সব থেকে কষ্টের মুহূর্ত হয় তখন
যখন আপনিএমন কাউকে এত
বেশি ভালবাসেন যে অন্তত একটা বার
একটা মুহূর্তের জন্য হলেও ভুল
করে হলেও আপনাকে একটু ভালবাসার
প্রয়োজন অনুভব করে না....
কথা গুলো সত্যি কিনা ?

0 comments: