Friday, 27 December 2013

স্ত্রীর জন্য পাগলপারা এক স্বামীর গল্প শুনুন।

এক লোক, সে ছিল তার স্ত্রীর জন্য
পাগল, যদিও তাদের দাম্পত্য জীবনের
এই ১০ বছর খুব মসৃন ও সবসময় সুখকর
ছিল না। যখন তাকে জিজ্ঞেস
করা হলো কেন সে তার স্ত্রীর
মধ্যে এমন কি পেয়েছে যার জন্য সে তার
প্রশংসামুখর, সে বললঃ
" যখন থেকে আমাদের সংসারের শুরু,
আমার অবস্থা যতই খারাপ হচ্ছিল,
আমার
স্ত্রী আরো বেশী বেশী করে অনুরোধ
করছিল আমাকে নামাজ আদায় করার
জন্য, কখ
নই সে এই নসিহত করা বাদ দেয় নাই।
বছরের পর বছর পার হয়ে গেলেও
আমি তার এই কথার কোন মূল্য আর
পাত্তা দেই নাই। কিন্তু, যেদিন আমাদের
১০ম বিবাহ বার্ষিকীর দিন ঘনিয়ে এল
আমি তাকে জিজ্ঞেস করলাম, সে এবার
উপহার হিসেবে কী পাওয়ার
ইচ্ছা করছে আমার কাছে। সে খুব
সোজা ও সুন্দরভাবে উত্তর দিয়ে বলল,
"তুমি যদি আজ থেকে নামাজ পড়া শুরু কর
তবে সেটাই হবে আমার জীবনের
সবথেকে দামী উপহার পাওয়া"
আমি তাকে সেদিন আর
না করতে পারি নাই, তার
কথা ফেলে দিতে পারি নাই। তখন থেকেই
আমি আমার নামাজের ব্যাপারে সচেতন
এবং নিয়মিত, আলহামদুলিল্লাহ!
আমার জীবনের এত্ত সুন্দর
একটা পরিবর্তনের কারন সেইই
এবং আমি তাকে ভালবাসি।
আজো আমি দুঃখ করি যে আমার জীবনের
কত মূল্যবান সময় অপচয় করেছি এই
নামাজ না পড়ে"
এই ভাইয়ের জীবন থেকে আমাদের
বোনেরা একটা শিক্ষা নিতে পারেন।


collected... 
www.facebook.com/icbnet

0 comments: