Friday, 27 December 2013

ভালবাসা কি খেলনা??

ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম??অনেকেই
বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব... ওর
সাথে রিলেশন রাখবো না...আজ যদি এটা ভাবেন
তাহলে সেদিন রিলেশন কেন করেছিলেন?? কেন এত
দিন ধরে সেটা বয়ে এনেছেন...?? আজ বলেন আমার
এই সমস্যা, ওই সমস্যা... এই কারনে রিলেশন
রাখবো না...তাহলে সেদিন কেন ভাবেন নাই??
একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু
তাকে কাঁদানো অনেক সহজ... বিশ্বাস একটা কাগজের
মত...একবার ভাজ করলে তার পর আগের মত করার যতই
চেষ্টাকরেন কখনোই আগের মত হবে না... এক এক জন
স্বার্থপরের মত বলে বসেন আমি সরে গেলে ওর
জীবন সুন্দর হবে... আসলে কি তাই?? ওই
ছেলেটা বা মেয়েটা কি আপনাকে ভুলতে পারবে??
তার সাথে আপনার সম্পর্কের আগের
সময়ে তাকে ফিরিয়ে দিতে পারবেন?? ভালবাসায়
কোন রিপ্লেসমেন্ট হয় না... আমার ফ্রেন্ড লিস্টের
এক ছেলে বলতেছে ভাইয়া আমি ওর সাথে ব্রেক-আপ
করে ফেলব?? জিজ্ঞাসা করলাম কেন?? ওর
প্রতি আমার ফিলিংস আসে না... ওর আমাকে আগের
মতসময় দেয় না... অবাক লাগলো... কেমন ভালবাসা??
২ দিনে ফিলিংস চলে যায়?? সময়
দিতে পারে না তার কারণ তার জানার দরকার
নেই... সময় দিতে পারে না এটাই তার
কাছে ফ্যাক্ট..

collected .... 
www.facebook.com/icbnet

0 comments: