Friday, 27 December 2013

আমি অপেক্ষায় ছিলাম...

যেদিন তোমার চোখে জ্যোৎস্না দেখি প্রথম
সেইইদিন ।
তখনও অপেক্ষায়ই ছিলাম...
তোমার কষ্টদের যেদিন প্রথম নিজের কষ্ট
হয়ে ছুঁয়ে দেখলাম
সেদিনও আমি তোমারই অপেক্ষায় ছিলাম ...!
তুমি থাকোনি তুমি ছিলে নাহ তুমি থাকবেনাহ
জেনেও, আমি কেবলই তোমার অপেক্ষায় ছিলাম শুধু
তোমারই ।***




0 comments: