Friday, 27 December 2013

কান্না আর তুমি !

আজই শুনলাম তুমি নাকি সেদিন কান্না করেছ !
বড্ড হাসি পেল আমার ,
কান্না আর তুমি সে তো মুদ্রার এপিঠ ওপিঠ ,
আমি জানি তো ছলনার অশ্রু গুলো তোমার ,
তাই একটু হেসে ফেললাম ,
আরও শুনলাম সেই কান্না নাকি সপ্তাহ অব্দি ছিল
আমি শুনে তো অবাক রীতিমত !
ভাবলাম তুমি কি থিয়েটার করছ নাকি ?
হবে হয়তো কোন কান্নার ইস্ক্রিপের রিয়ারছাল ।
তাই ভালো ভাবে সপ্তাহ নিয়ে করলে অভিনয় টুকু ।

মনে পরে চৈতালি দুপুর আর শৈত্য প্রবাহের হাজারো সন্ধ্যা ,
আমি মুছে দিয়েছি তোমার অশ্রু সিক্ত নয়ন ।
ছিল মিথ্যে কিছু আবেগ ।
বুঝনি তোমার মিথ্যে অশ্রু কারো বুকে উত্তাল সাগরের ঢেউ , বুঝনি তোমার মিথ্যে অশ্রু কারো হৃদয়ে কাল বৈশাখী ঝড় ।
সেই তুমি আজ সত্যিই কাঁদবে !
আমি কি না হেসে পারি তুমিই বল ??

তবে আমিও এক অদ্ভুত মানব ,
রংধনুর আকাশ কে আমার পৃথিবী ভেবে
নেড়ে কুকুরের মতই ঘুরে বেড়িয়েছি
এক ভিক্ষুক হয়ে বার বার ছুটে গেছি
ভালোবাসি বলেই ।
প্রতিবার আমার পূর্ণতার থলিটা ভরে এনেছি
তোমার মিথ্যে করে কিছু আবেগি ছিটা ফুটোয় ,
সেই তুমি আজ কাঁদবে আর আমি কি না হেসে পারি ! তুমিই বল ??

Collected..

0 comments: