Wednesday, 4 December 2013

হস্তমৈথুন ছাড়ার উপায় কী

১. ঘুমে সমস্যা হলে তখন সুগার ফ্রি মিন্টস্
বা ক্যাণ্ডি চিবাতে পারেন। হালকা কিছু খেলেও
তখন উপকার হয়। তবে ঘুমিয়ে পড়ার আগে দাঁত ব্রাশ
করে নেবেন।
২. কম্পিউটারে পর্ণ ব্লকিং সফটওয়ার ইনস্টল
করে নিন। আজব একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন
যাতে পরে ভুল যান। অথবা কোন
বন্ধুকে দিয়ে পাসওয়ার্ড দিন। নিজে মনে রাখবেন
না।
৩. কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন
করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন
যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন।
এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে।
৪. হস্তমৈথুন একেবারেই ছেড়ে দিতে হবে না।
নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন। ঘনঘন
নয়।
৫. যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের
নিয়ে বা পর্ণ
মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে,
তাদেরকে এড়িয়ে চলুন।
৬. যখন দেখবেন খুব বেশি হস্তমৈথুন
করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছে
না, বাইরে বের হয়ে জোরে জোরে হাঁটুন
বা জগিং করুন।
৭. সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার
না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন।
৮. ভিডিও গেম খেলতে পারেন। এটাও
হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।
৯. হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই
একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন,
বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন,
সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র
হলে ক্লাসমেটদের
সাথে একসাথে পড়াশুনা করতে পারেন।
লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময়
কাটাতে পারেন।
১০. সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই
এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য
শুনবেন না।

[ আমাদের পোস্ট আপনার হোম পেজে নিয়মিত পেতে লাইক,কমেন্ট, শেয়ার করুন ]

0 comments: